শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
নির্বাচনি যুদ্ধে’ নেতাকর্মীদের একযোগে মাঠে নামতে হবে: তারেক রহমান পার্বতীপুরে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহা সড়ক অবরোধ কলাপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক চারুকলা ভর্তি কোচিং ২০২৫-এর ১৬তম ব্যাচের শিক্ষার্থী সাগর ফকিরের জন্মদিন পালন পিরোজপুরে ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক উচ্চশিক্ষায় আগ্রহ বাড়াতে পিরোজপুরের কলেজগুলোতে বলেশ্বরের ব্যতিক্রমী উদ্যোগ সাংবাদিক খান সেলেমের জন্মদিনে ঢাকা প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন নারায়নগঞ্জে প্রতিবন্ধী হত্যার দেড়বছর পর আসামী গ্রেফতার সচিবালয় থেকে পুলিশ হেফাজতে নেওয়া হলো ৪ জনকে বিদায়ি ২ উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ
Headline
Wellcome to our website...
সাতক্ষীরার আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান
/ ২১ : টাইম ভিউ
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি : উপকূলীয় উপজেলা আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সমন্বিত ও টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে আশাশুনি লিডার্স অফিসে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভায় এ আহ্বান করা হয়। সভায় স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কমান্ডার জনাব আব্দুল হান্নান। এতে বক্তব্য রাখেন সদস্য জনাব লিংকন আসলাম, জনাব বিমল কুমার মণ্ডল, জনাব রতন অধিকারী, জনাব বনমালী দাশ, জনাব মারুফা খাতুন এবং লিডার্সের প্রকল্প সমন্বয়কারী জনাব জয়দেব কুমার জোদ্দারসহ ফোরামের অন্যান্য সদস্যরা।বক্তারা বলেন, আশাশুনি জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে অন্যতম। লবণাক্ততা বৃদ্ধি, বারবার ঘূর্ণিঝড়, নদীভাঙন ও অতিবৃষ্টির ফলে জনজীবন, কৃষি ও জীবিকায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় অভিজ্ঞতা ও বাস্তবতা বিবেচনায় রেখে টেকসই জলবায়ু অভিযোজন পরিকল্পনা গ্রহণ করা জরুরি।সভায় জানানো হয়, উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের মূল লক্ষ্য হলো স্থানীয় সম্প্রদায়ের সমস্যা, অভিজ্ঞতা ও সুপারিশ সংগ্রহ করে তা নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরা, যাতে জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্থানীয় মানুষের কণ্ঠস্বর ও চাহিদা প্রতিফলিত হয়।সভায় লিডার্সের প্রকল্প সমন্বয়কারী জয়দেব কুমার জোদ্দার বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আশাশুনির ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন-জীবিকা বড় হুমকির মুখে। অবৈধ বালু উত্তোলন এবং লবণাক্ত পানির অনুপ্রবেশ কৃষি ও বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় উপজেলা প্রশাসন ও ফোরামের সদস্যদের একযোগে কাজ করতে হবে।”ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের সহায়তায় লিডার্সের বাস্তবায়নে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতভাবে লবণ পানির অনুপ্রবেশ প্রতিরোধ, কৃষি জমি রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধে জনসচেতনতা ও মানববন্ধন কর্মসূচি গ্রহণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও ভবিষ্যত কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.