
আনিস প্রধান পঞ্চগড় : আমি নেহাতি কম বুদ্ধিমান লোক। আমার তেমন ক্ষমতা বা লোভ নেই। আল্লাহর অসীম কৃপায় আমি আমার জন্য যোগ্য শ্রেষ্টটাই পেয়েছি।এ জন্য আমি আমার কাবার প্রভু ও আমার রসুল মোহাম্মদ ( সাঃ) এর প্রতি কৃতজ্ঞ। আমার দৃষ্টিতে বিগত আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক ৫ আগষ্ট২০২৫ পতন হলে, দেশ নতুন স্বাধীনতার স্বপ্নে উজ্জীবিত হয়। পরিপেক্ষিতে ডা: মো: ইউনুস সরকারের প্রধান হন। এর পর শুরু হয় বিভিন্ন সুবিধাভোগী মহলের নিজ সুবিধা আদায়ে আন্দোলন। আসলে আমরা বাংলাদেশী জাতি হিসেবে এত নিকৃষ্ট যে,আমরা প্রয়োজনে আমাদের স্বার্থে প্রিয়জনকেও বিসর্জন দিতে পারি। দেশ জাতির এহেন সংকটময় পরিস্থিতিতে কি করে,আমাদের দেশ পূর্ণ গঠিত না হওয়ার আগেই আমরা আামাদের ব্যক্তি স্বার্থের চিন্তা করি?বিগত স্বৈরশাসক ১৭ বছর দেশকে লুটপাট করে শেষ করেছে। আর আমরা সদ্য স্বৈরশাসক মুক্ত একটা দেশকে, না বাঁচিয়ে নিজেকে লাভবান করতে মরিয়া। ধিক্কার আমার নিজকে ধিক্কার আমার জাতিকে। বিভিন্ন দল আগামী নির্বাচনে অংশগ্রহন করে রাষ্ট্রিয় ক্ষমতায় গিয়ে লুটপাট এর মহা চক্রান্তে নিজেদের লোভ লালশা পরিতৃপ্ত করতে মহা প্রলয়ে- মহাব্যস্ত। আমরা সাধারণ জনগন যেন তাদের হাতের পুতুল মাত্র। আমরা ভাবছি আমাদের কিছুই করার নেই। মহান রাব্বুল আলামীনের আমরা শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আমরা ভুলেই গেছি, আমাদের অভাব অনটন ও বিপদে তিনিই একমাত্র সাহায্যকারী। আমরা সামান্য বিপদে মহান আল্লাহর দারস্থ না হয়ে, নেতাদের কাছ সহায়তা চাই। এটা কত বর শেরেকি ও মুনাফেকি জানেন? যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে তাকে আপনি আপনার স্বার্থে তুচ্ছতাচ্ছিল্য করছেন। আপনি আপনার এই জগতের সামান্য আয়ুর আশায় নিজেকে জাহন্নামি করছেন।
কাল কিয়ামতের ময়দানে। আপনার সৃষ্টি কর্তাকে আপনি কি বলবেন? আমি আপনার গোলামী না করে আমার বিপদে নেতার সাহায্য চেয়েছি। আস্তাগফিুরুল্লাহ। যদি এমনটাই আপনার চিন্তার কারণ হয়, তাহলে আমার এ লেখনি এক পাগলের প্রলাপ। আমাকে নেহাতই পাগল ভেবে ক্ষমা করবেন। আল্লাহ নিশ্চয়ই আপনাকে এর জন্য মঙ্গল কিছু দেবেন, এটা আমার পক্ষে আপনার জন্য দোওয়া। এবার আসি মুল আলোচনায়। সামনে নির্বাচন, এ নির্বাচন নিয়ে বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন দাবি। কেউ চায় পিআর,কেউ চায় হা না ভোট,আবার কেউ চায় সরাসরি দ্রুত নির্বাচন, যেন তর সইছে না। কেউ বেহেস্থের টিকিট দিচ্ছে, কেউ উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়ার আশ্বাস আবার কেউ নতুন স্বাধীনতার কান্ডারী সেজে নিজেদের একমাত্র দেশের মালিক ভাবছে। কিন্তু আমার মাথায় ঢুকে না,আওয়ামী লীগ দেশে নেই কিন্তু তার দীর্ঘদিনের লুটপাট এর সহযোগীরা লুকিয়ে পর্দার আরালে এখনো কলকাঠি নাড়ছে।এদের অনেকেই আবার ইতিমধ্যে কৌশলে বিএনপি,জামাতসহ বিভিন্ন দলে ঢুকে পরেছে। আগামী নির্বাচনে এরা ছোট্ট ছোট অজুহাতে গ্রুপিংয়ের সৃষ্টি করে বিভিন্ন অরাজকতার চেষ্টা আপ্রাণ চালিয়ে যাবে।তাতে হতে পারে নির্বাচন ভন্ডুল। এমনকি বিভিন্ন দলের মাঝে উত্তেজনায় দেশে ব্যপক আকারে গৃহ যুদ্ধের সৃষ্টি। আর এই শক্তির মদদদাতা প্রতিবেশী দেশ হাত ছাড়া করতে চাইবেনা। ফলে শুরু হতে পারে দেশ দখলের নতুন পায়তারা। কারণ তুরুপের তাস হাসিনা এখনো তাদের হাতে। ওরা এত বোকা না! এরকম নির্বুদ্ধি রাষ্ট্র পালাতক একজনকে শুধু শুধু প্রতিপালন করছে। আসলে তারা তাকে, তাদের স্বার্থে সময়মত ব্যবহার করবে এটা নিশ্চিত! তাই আমার মতে আমার দেশের রাজনৈতিক ও বুদ্ধিজিবীরা বর্তমানে কি ভাবছে আমি বোধগম্য নই।তবে তাদের প্রতি আমার অনুরোধ আরো একটু গভীরে চিন্তা করুন। সমানে সময় আরো ভয়ংকর। নির্বাচন হবে কি না আমি জানি না! তবে হলে কি হবে অথবা না হলে কি হবে একটু ভাবুন।এ দেশ এ মানচিত্র আমাদের ও আমাদের পূর্ব পুরুষ দের এবং আগমী প্রজন্মের। আসুন সবাই মিলে অতিতের ভ্রান্ত ধারণা ভুলে দেশটাকে ক্ষমতার লোভে ধ্বংস না করে,আগামী প্রজন্মের জন্য একটা শান্তি ও সুশাসনের বাংলাদেশ গড়ে তুলি। যদি এমনটা আমরা করতে ব্যার্থ হই তাহলে আগামী প্রজন্ম আমাদের অভিশাপ দেবে।কারণ আমরা তাদের জন্য একটা অশান্তির ভূখন্ডে জন্ম দিয়েছি মাত্র। আমার শেষ কথা আসুন। এখনো সময় আছে সৎ মনোভাবে অসৎ ক্ষমাতার লোভ ত্যাগ করি। জন্ম ভুমিকে আগামী প্রজন্মের জন্য এক নতুন দূর্নীতিমুক্ত বাংলাদেশ করি। তা না হলে যারা আজকে বেশ্যার মত ক্ষমতা লোভে নিজের দেহ ও সম্মান বিকৃত করতে চলেছেন তাদের পরকালেও মুক্তি নেই। আপনার পাপের প্রায়শ্চিত্ত আপনার সন্তানকে ভোগ করতে হবে এটা নিশ্চিত। সামনে সময় খারাব। সাবধানে থাকুন কুকুরের টিন যেন মুড়ি নিয়ে না পালায়।
আমার এ লেখনি পূর্বেই বলেছি। এটা নেহাতি পাগলের প্রলাপ। যদি পছন্দ না হয়, না পড়ুন। আমাকে শাস্তি হিসেবে আপনার জানা শ্রেষ্ঠ গালিটা অথবা আমি আপনার fb বন্ধু হলে আনফ্রেন্ড করতে পারেন। আমিন, আল্লাহ সর্বশক্তিমান।


