শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান সাবেক সেনা কর্মকর্তাদের হুমকি ধামকি দিয়ে জমি দখল করে রাখার চেষ্টা  ১৭৯ আসনে থাকছে জামায়াতের প্রার্থী, এনসিপির ৩০ পার্বতীপুর খোলাহাটি চৌত্রের মোড়ে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার পিরোজপুরে প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরামর্শ সভা সাতক্ষীরার শ্যামনগরে হাঁস-মুরগি পালনে ৭২ জন নারী-পুরুষের প্রশিক্ষণ সম্পন্ন জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু, নেই ইসলামী আন্দোলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল রূপগঞ্জ মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠি
Headline
Wellcome to our website...
সাংবাদিক খান সেলিম রহমান পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সহ-সভাপতি নির্বাচিত
/ ১৮ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন Pakistan Journalist Association (PJA)–এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ শাখার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন Bangladesh Central Press Club (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতার ক্ষেত্রে তাঁর এই গুরুত্বপূর্ণ অর্জনকে গণমাধ্যম সংশ্লিষ্টরা একটি ইতিবাচক ও সম্মানজনক মাইলফলক হিসেবে দেখছেন। সাংবাদিকতা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, সংগঠক হিসেবে দক্ষতা এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি তাঁর অবিচল অবস্থানের স্বীকৃতিস্বরূপ এই দায়িত্ব প্রদান করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজ ও এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খান সেলিম রহমানকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তিতে তাঁর পেশাগত অবদান, নেতৃত্বের গুণাবলি এবং আন্তর্জাতিক সাংবাদিকতার ক্ষেত্রে ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সংবাদ আদান-প্রদান সহজীকরণ এবং স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে দক্ষ, অভিজ্ঞ ও সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তার অংশ হিসেবেই তাঁকে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে খান সেলিম রহমান বলেন,“আমাকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ শাখার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করায় সংগঠনের চেয়ারম্যান মির ইসতিয়াক আলী, মহাসচিবসহ সকল সম্মানিত কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও বলেন, পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সভাপতি ও আন্তর্জাতিক ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালকে এর জন্য আমি ধন্যবাদ জানাই, যার সার্বিক সহযোগিতায় আমি এই অর্জন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন,
“আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বাত্মক চেষ্টা করব। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখাই আমার অঙ্গীকার।”উল্লেখ্য, খান সেলিম রহমান সাংবাদিকতার পাশাপাশি একজন সফল সংগঠক হিসেবেও সুপরিচিত। তাঁর নেতৃত্বে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব দেশের সাংবাদিকদের জন্য একটি কার্যকর ও সুসংগঠিত প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, প্রশিক্ষণ, অধিকার আদায় এবং ঐক্যবদ্ধ আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নির্ভীক, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা চর্চা করে আসছেন। সামাজিক সমস্যা, মানবাধিকার, উন্নয়ন, গণতন্ত্র এবং সাধারণ মানুষের কথা তাঁর লেখনী ও সম্পাদনার অন্যতম প্রধান বিষয়বস্তু।তাঁর এই আন্তর্জাতিক দায়িত্ব প্রাপ্তিতে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, গণমাধ্যমকর্মী, শুভানুধ্যায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, খান সেলিম রহমানের নেতৃত্বে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক সাংবাদিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।বিশ্লেষকদের মতে, একজন বাংলাদেশি সাংবাদিকের এমন আন্তর্জাতিক দায়িত্ব প্রাপ্তি দেশের গণমাধ্যম অঙ্গনের জন্য গর্বের বিষয়। এটি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের সাংবাদিক সমাজের সামগ্রিক অর্জনের প্রতিফলন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.