শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান সাবেক সেনা কর্মকর্তাদের হুমকি ধামকি দিয়ে জমি দখল করে রাখার চেষ্টা  ১৭৯ আসনে থাকছে জামায়াতের প্রার্থী, এনসিপির ৩০ পার্বতীপুর খোলাহাটি চৌত্রের মোড়ে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার পিরোজপুরে প্রযুক্তি সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরামর্শ সভা সাতক্ষীরার শ্যামনগরে হাঁস-মুরগি পালনে ৭২ জন নারী-পুরুষের প্রশিক্ষণ সম্পন্ন জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু, নেই ইসলামী আন্দোলন অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল রূপগঞ্জ মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠি
Headline
Wellcome to our website...
খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান
/ ০ : টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধ : সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা শুরু হয়েছে। শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হয়েছেন। বেলা ৩টায় তিনি শোকসভা মঞ্চে এসে পৌছেছেন। শুক্রবার  সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায় নেতাকর্মী, সমর্থক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিতি দেখা যায়। দোয়া মাহফিল ও শোকসভাকে ঘিরে পুরো এলাকা কঠোর নিরাপত্তাবেষ্টনীর আওতায় রাখা হয়েছে। প্রবেশপথে পরিচয়পত্র যাচাইসহ একাধিক ধাপে নিরাপত্তা তল্লাশি চলছে। নির্ধারিত কার্ড দেখিয়েই অতিথিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকসভায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নাগরিক সমাজের প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, গবেষক ও সাংবাদিকরা অংশ নেবেন। রাজনৈতিক নেতাকর্মীরা দর্শক সারিতে উপস্থিত থাকবেন, তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়নি। অনুষ্ঠান চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে ভেতরে ছবি তোলা, সেলফি ও হাততালি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যারা ভেতরে প্রবেশ করতে পারবেন না, তাদের জন্য বাইরে বড় পর্দায় শোকসভার কার্যক্রম সরাসরি দেখার ব্যবস্থা রাখা হয়েছে।আয়োজকরা জানান, আমন্ত্রণপত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। তবে তালিকাভুক্ত অতিথিদের জন্য প্রয়োজনে বিকল্প প্রবেশপথের ব্যবস্থা থাকবে। মিডিয়াকর্মীদের জন্যও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। দাওয়াতপ্রাপ্ত রিপোর্টার, ক্যামেরাপারসন ও মাল্টিমিডিয়া কর্মীরা অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন।শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের সদস্যদের সঙ্গে অংশ নেবেন বলে জানা গেছে। তার সঙ্গে স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও শোকসভায় যোগ দেবেন।উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুর পরদিন ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। সে সময় মানিক মিয়া এভিনিউসহ পুরো সংসদ ভবন এলাকা শোকার্ত মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পরে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.