
পিরোজপুর অফিস : পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ রিয়াজ শেখ (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের যমুনা ফিলিং স্টেশনের পশ্চিম পাশে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চালানো হয়। ডিবি সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমানের তত্ত্বাবধানে এসআই (নি.) মো. আতিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিয়াজকে আটক করা হয়। পরে তার প্যান্টের ডান পকেট থেকে নীল পলিথিনে মোড়ানো ৯টি জিপার প্যাকেটে মোট ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। ঘটনার পর পিরোজপুর থানায় নিয়মিত মামলা (নং–৩, তারিখ ০৮/১২/২০২৫) রুজু করা হয়েছে। জেলা পুলিশ জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে।


