
পিরোজপুর অফিস : সাক্ষরতার হারে এগিয়ে থাকলেও উচ্চশিক্ষায় পিছিয়ে থাকা পিরোজপুরের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়-পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট অ্যালায়েন্স অফ পিরোজপুর (বলেশ্বর)। সংগঠনটি জেলার বিভিন্ন কলেজে গিয়ে উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরে মোটিভেশনাল ক্যাম্পেইন ও সেমিনার আয়োজন করছে।ইতোমধ্যে পিরোজপুর সদর, নাজিরপুর, জিয়ানগর, ভাণ্ডারিয়া, মঠবড়িয়া ও কাউখালি উপজেলায় ১০টি কলেজে সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়জীবনে থাকা সংগঠনের সদস্যরা প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সম্পর্কে ধারণা ও দিকনির্দেশনা দিচ্ছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ওমর ফারুক বলেন, উচ্চশিক্ষার অনেক সুযোগ সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত নয়। তাদের সামনে সেসব সম্ভাবনা তুলে ধরতেই আমাদের এ উদ্যোগ। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন জানান, উচ্চশিক্ষায় পিছিয়ে থাকার চ্যালেঞ্জ মোকাবিলায় বলেশ্বর বদ্ধপরিকর। ধারাবাহিকভাবে আরও কলেজে এ কার্যক্রম চালু থাকবে। শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেশ্বরের এ উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক বলে প্রশংসা করেছেন। তাদের মতে, এ ধরনের ক্যাম্পেইন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পিরোজপুরে উচ্চশিক্ষার হার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলেশ্বরের সদস্যরা আশা করেন, তাদের এ প্রচেষ্টা জেলার তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে এবং পিরোজপুরের সামগ্রিক শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে।


