পিরোজপুর অফিস : সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই এবং বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলায় শামীম শেখের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মঙ্গলবার শামীম শেখকে ঢাকা থেকে পিরোজপুরে আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিরোজপুর ডিবি পুলিশের কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম। তিনি জানান, ডিবি কার্যালয়ে এনে মামলার বিষয়গুলো যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।