

পিরোজপুর অফিস : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের আচরণ মিলে যাচ্ছে। ফলে তারাও ফ্যাসিবাদী তকমা থেকে রেহাই পাচ্ছে না।” সোমবার (২০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে ‘ক্যারিয়ার গাইডলাইন’ বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম আরও বলেন, গত ১৫ বছর ধরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাত্রশিবিরের কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। কোরআন শিক্ষা ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে দেওয়া হয়নি, এমনকি রমজানে ইফতার অনুষ্ঠান করতেও বাধা দেওয়া হয়েছে। সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। তিনি বলেন, “ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই আদর্শ ও সততার জায়গায় কখনো আপস করেনি। যদি করত, তবে আজকের অবস্থানে আসা সম্ভব হতো না। আমরা কাউকে শিবির করতে বলি না, শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তরুণদের আদর্শ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রফেসর পান্নালাল রায়, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রমের সাবেক সম্পাদক মো. শফিউল্লাহ, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ জহিরুল হক, জেলা সভাপতি মো. এমরান খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।