বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
আইএলও কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ শহীদ জসিমের কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত “দলীয় প্রভাব ও রাষ্ট্রযন্ত্রের দখল— নিরপেক্ষতার পথে সবচেয়ে বড় বাধা” ঠাকুরগাঁওয়ে পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ দেশ ছাড়তে বাধ্য হয়েছে: জাহিদুল ইসলাম ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে: মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আশা, শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন
Headline
Wellcome to our website...
ডায়াবেটিসের যথাযথ চিকিৎসা না নিলে পা হারানোর আশংকা রয়েছে
/ ৪২ : টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৮:১৯ পূর্বাহ্ন

অজ্ঞতা ও অবহেলার কারণে দেশে ক্রমবর্ধমান হারে ‘ডায়াবেটিক ফুট’ রোগে আক্রান্ত হয়ে পা হারাচ্ছেন অনেক মানুষ। ডায়াবেটিস হলে রোগীদের পায়ের রক্তনালিতে যেমন সমস্যা হয়, তেমনি দেখা দেয় স্নায়ুবৈকল্য। তাদের পায়ে জীবাণু সংক্রমণ ও আঘাতজনিত ঘায়ের ঝুকিঁও বেশি। সামান্য আঘাত থেকে একজন ডায়াবেটিক রোগীর পা বা আঙুলে জটিল সমস্যা তো হয়ই, এমনকি এ ধরনের সমস্যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।

আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস উপলক্ষে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের অডিটরিয়ামে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটির উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও নিটোর হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ নুরুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এ কে এম আজাদ খান।

বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মোর্শেদ উদ্দিন আকন্দের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বারডেম হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক মির্জা মাহবুবুল হাসান, অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক শামসুদ্দিন আহমেদ, অ্যান্ডোক্রাইনোলজিস্ট অধ্যাপক ফারুক পাঠান, ভাসকুলার সার্জন অধ্যাপক জি. এম. মকবুল হোসেন, অধ্যাপক ফিরোজ আমিন, প্লাস্টিক সার্জন ডা. মোহাম্মদ রাশেদুল ইসলাম, ডা. বজলুল গনি ভূঁইয়া প্রমুখ।

‘সুস্থ জীবনের জন্য প্রয়োজন সুস্থ পা’ প্রতিপাদ্য নিয়ে এবার আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত হয়।

বিশেষজ্ঞরা বলেন, সুস্থ জীবনের জন্য পা সুস্থ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যেমন মুখের যত্নে মনোযোগী, তেমনি পায়ের যত্নেও ততোধিক মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণ, শরীরের ভারসাম্য ও চলাফেরা পায়ের সুস্থতার ওপর নির্ভর করে। সময়মতো সঠিক চিকিৎসা না পেলে এটি পা কেটে ফেলার মতো গুরুতর জটিলতায় রূপ নিতে পারে।

বক্তারা জানান, দেশে বিপুলসংখ্যক ডায়াবেটিস রোগীর মধ্যে অনেকেই ‘ডায়াবেটিক ফুট’ সমস্যায় ভুগছেন। ডায়াবেটিসজনিত পায়ের জটিলতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এখন সময়ের প্রয়োজন। তারা মনে করেন, পায়ের যত্নে মনোযোগী হওয়া এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এ ধরনের অঙ্গহানি রোধ করা সম্ভব।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, বর্তমানে ডায়াবেটিক ফুটের চিকিৎসা বিচ্ছিন্নভাবে হচ্ছে। সমন্বিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুললে রোগীদের জন্য আরো কার্যকর ফলাফল পাওয়া যাবে।

তারা আরো জানান, রক্তনালির চিকিৎসা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, অর্থোপেডিক ও প্লাস্টিক সার্জারি এবং পোডিয়াট্রিস্টদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ সমস্যার প্রতিরোধ ও চিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্ভব। তারা বলেন, “মুখের যত্নের পাশাপাশি পায়ের যত্নও সমান গুরুত্বপূর্ণ, কারণ সুস্থ পা সুস্থ জীবনের অন্যতম ভিত্তি।

অনুষ্ঠানে বারডেম হাসপাতালকে সমন্বিত চিকিৎসা ব্যবস্থায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া বাংলাদেশ পোডিয়াট্রি সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি পরিচয় করিয়ে দেওয়া হয়। নতুন কমিটির সদস্যরা হলেন সভাপতি অধ্যাপক শেখ নুরুল আলম, সহ-সভাপতি অধ্যাপক জি. এম. মকবুল হোসেন ও অধ্যাপক ফিরোজ আমিন, সাধারণ সম্পাদক ডা. মোর্শেদ উদ্দিন আকন্দ, সাংগঠনিক সম্পাদক ডা. আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. পারভেজ রশিদ, সায়েন্টিফিক সম্পাদক ডা. চৌধুরী রাশেদুল মুগনী, অফিস সম্পাদক ডা. এস. এম. মহিউদ্দিন এবং যুগ্ম সম্পাদক ডা. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ মাহবুব আলম, ডা. মাহমুদ নাজমুল হাসান, ডা. মাহমুদ সুলতান, ডা. এম. সাইফুদ্দিন আহমেদ, ডা. ফারিয়া আফসানা, ডা. সাজ্জাদ সেলিম প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের পেজে লাইক করুন

Recent Comments

No comments to show.